আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। ফকিরহাটে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সোশ্যাল মিডিয়ায় বাজে মন্তব্য এবং শেয়ার করায় এক হিন্দু যুবককে আটক করা হয়েছে।
বাগেরহাট জেলার ফকিরহাটের মানসা-বাহিরদিয়া ইউনিয়নের মানসা পালপাড়া গ্রামের আদিশ্বর পালের পুত্র দেবাশীষ পাল (৩১) মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে সোশ্যাল মিডিয়ায় বাজে মন্তব্য করে তা শেয়ার করে।
১৮ মে, সোমবার বিকেলে তার এ পোস্ট এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের চোখে পড়লে সাথে সাথে তারা পুলিশকে খবর দেয়। এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠী এ সময় তার বিচারের দাবি করেন।
তাৎক্ষনিক ভাবে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম ঘটনা স্থলে এসে সত্যতা পেয়ে আটক করে। তিনি এলাকাবাসীকে শান্ত থাকার অনুরোধ করেন।
এ রিপোর্ট লেখার সময় আইসিটি আইনে মামলার প্রস্তুতি চলছে।