ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রবাসী কল্যাণ ফেডারেশন কাতারের উদ্যােগে এতিমদের মধ্যে নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। লতিফিয়া আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দোহা খানের
সভাপতিত্বে ও লতিফিয়া আইডিয়াল একাডেমির সহকারী শিক্ষক মাওলানা কামরুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন। সুদূর প্রবাসে থেকেও দেশের অসহায়, দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন ফেঞ্চুগঞ্জের প্রবাসীরা। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসীরা।
ফেঞ্চুগঞ্জ প্রবাসী কল্যাণ ফেডারেশন কাতারের উদ্যোগে এতিম শিশুদের মধ্যে নগদ অর্থ বিতরণ একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রবাসীরা মনে তৃপ্তি পান, তাদের ঘাম ঝরানো টাকা অসহায় মানুষের উপকারে আসে বলে। আসলে প্রবাসীরা সত্যিকারের দেশপ্রেমিক। অনুস্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনঃ- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমীন, ইউপি সদস্য কয়ছর আহমদ ও বিশিষ্ট সমাজসেবক মো.রুকুনুজ্জামান চৌধুরী প্রমুখ। সভা শেষে ১০ জন এতুম শিশুদের মধ্যে নগদ টাকা বিতরণ করেন অতিথিরা।