আমাদেরবাংলাদেশ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে আবারও ফেসবুক লাইভে আসছেন।
আগামী ৪ আগস্ট রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত তিনি ফেসবুক লাইভে কথা বলবেন।
ডিএমপির ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসুবক পেজে এক ঘোষণায় ঢাকা মহানগর পুলিশ এই তথ্য জানায়।
বৃহস্পতিবার রাতে ডিএমপির পেজে এই ঘোষণা দেয়া হয়। ঘোষণায় বলা হয়, ‘‘সুপ্রিয় নগরবাসী, ডিএমপি কমিশনার আসছেন Facebook LIVE-এ।
বিষয়ঃ ‘জননিরাপত্তা বিধানে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’
সময়ঃ ৪ আগস্ট ২০১৯, রবিবার, রাত ৮:৩০ টা।
এই পোস্টের কমেন্টে আপনার প্রশ্ন, মতামত ও পরামর্শ জানিয়ে আমাদের সাথে থাকুন। ডিএমপি কমিশনার আপনার প্রশ্নের উত্তর দিবেন সরাসরি ফেসবুক লাইভে।’’
এর আগে ২০১৭ সালের ২৮ মার্চ ডিএমপি কমিশনার ফেসবুক লাইভে নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।