আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আজরা জেয়ার সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আবারও বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব নিয়েও কথা বলছে দেশটি।
গতকাল সোমবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র,মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বৈঠকের পর আজরা জেয়া এক টুইট বার্তায় বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়কে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আবারও প্রশংসা করছি।
এর আগে গত জুলাইয়ে ঢাকা সফরেও বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছিলেন আজরা জেয়া। সে সময়ও বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নেওয়া উদ্যোগগুলোর কথা জানিয়েছিল। আজরা জেয়ার সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুও ঢাকায় এসেছিলেন। ডোনাল্ড লুও এখন নিউ ইয়র্কে।
এদিকে,আজ ভোরে নিউ ইয়র্কে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দলের আন্তরিকতা দরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নেই। বরং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চান।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু