স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন কে এম রেজাউল ফিরোজ রিন্টু। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর (ভারপ্রাপ্ত) সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কে এম রেজাউল ফিরোজ রিন্টুর পৈতৃক নিবাস বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামে। তাঁর পিতা মরহুম মো. রজ্জব আলী খান এবং মা ছিলেন স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক।
এ শিক্ষক দম্পতির বড় ছেলে রিন্টু শিক্ষা জীবন শেষে আ্ইন পেশায় জড়িয়ে পড়েন। পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ায় অনুষ্টিত আন্তর্জাতিক ‘ল’ কনফারেন্সে যোগদান করে আইন পেশার একাল সেকাল এবং ভবিষ্যতে করনীয় প্রসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দিক তুলে ধরে প্রংসা কুড়িয়েছেন। পেশা জীবনের শুরু থেকেই তিনি গরীব এবং অসহায় ভূক্তভোগীদের বিনা পয়সায় আইনি সেবা দিয়ে আসছেন।
এজন্য তিনি সমমনা আইনজীবীদের নিয়ে একটি মানবিক সংগঠনও গড়ে তোলার চেষ্টা করছেন বহুদিন ধরে। এ সিণ্ডিকেডের আইনজীবীরা অসহায়দের পক্ষে বিনা পারিশ্রমিকে মামলায় লড়বেন। সরকারী এ আইন কর্মকর্তা নিজ পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক ও আঞ্চলিক উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। সামাজিক কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তিনি সম্মাননা অর্জন করেছেন।