নিজস্ব সংবাদদাতা ।। যশোর জেলা বেনাপোল পোর্ট থানায় ইজিবাইক ড্রাইভার সজীব হত্যার রহস্য উদঘাটন ও ইজিবাইকসহ হত্যাকাজে ব্যবহৃত চাকুসহ ৪-কে আটক করছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার,পিপিএম (বার) বলেন,গতকাল বুধবার সকাল অনুমান ৭টার সময় বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের তরিকুল ঢালীর ধানী জমি থেকে নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানার পুলিশ এছাড়া উক্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় গতকাল ১৮/১০/২৩ তারিখে একটি মামলা হয়েছে মামলা নং-৩৭। এসময় তিনি আরও বলেন,এই ঘটনাটি চাঞ্চল্যকর ও লোমহর্ষক হওয়ায় পুলিশ সুপার স্যার জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তের ভার ন্যাস্ত করেন তারই ধারাবাহিকতায় যশোর জেলা ডিবি পুলিশের এলআইসি টিম অভিজান চালিয়ে ১২ ঘন্টার মধ্যে আসামিদের-কে আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত আসামি হলেন (১) শামিম হোসেন (২০), পিতা-লিটন আলী,গ্রাম গয়ড়া বর্তমান ঠিকানা বড়আঁচড়া (ইদু’র বাড়ির পাশে), (২) আশরাফুল আলম রাব্বি (১৯), পিতা- সওদাগার আলি,গ্রাম- বড়আঁচড়া (ভরত’র বাড়ির পাশে), (৩) আজম হোসেন (২০), পিতা- ইসমাইল হোসেন বারমা,গ্রাম- বড়আঁচড়া মাঠপাড়া-বেনাপোল পোর্ট,(৪) জাহাঙ্গীর কবির (৩০), পিতা-রবিউল ইসলাম,গ্রাম রাড়িপুকুর,থানা-শার্শা, জেলা-যশোর।
যশোর জেলার ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেন নেতৃত্বে এলআইসি টিমের এসআই মফিজুল ইসলামের একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট এলাকায় অভিজান চালিয়ে ১২ ঘন্টার মধ্যে হত্যার ঘটনার সাথে সরাসরি ২ জন জড়িতসহ মোট ৪জন-কে আটক করা হয়েছে।
উক্ত বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার,পিপিএম (বার) এর কাছে জানতে চাইলে তিনি বলেন,জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার) পিপিএম স্যার এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি,ডাকাতি, অপহরণ,হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধারসহ সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এসময় তিনি আরও বলেন বাংলাদেশ পুলিশের শপথ- দেশের মানুষকে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বদ্ধ পরিকর,যশোর জেলা পুলিশ”
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু