অনলাইন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
শুক্রবার সকালে ভোট দেওয়া শেষে সহ-সভাপতি প্রার্থী ও প্রবীণ পরিচালক মনতাজুর রহমান আকবর সমকাল অনলাইনকে বলেন, শুরু থেকে সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আশা করছি, শেষ পর্যন্ত এ আমেজ বিরাজ করবে। আমি ভোটারদের ভালো সমর্থন পাচ্ছি। জয়ের ব্যাপারে আশাবাদী।
সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদপ্রার্থী শাহীন কবির টুটল বলেন, পরিচালক সমিতির নির্বাচন সবসময় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এবারও সেই ধারায় ভোট হচ্ছে। আমি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।
এ বছর চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল, অপরটি বাদল খন্দকার ও বজলুর রাশেদ চৌধুরী প্যানেল।
প্রতিটি প্যানেলের বিভিন্ন পদে অংশ নিচ্ছেন ১৯ জন করে প্রার্থী। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে নির্বাচন করছেন পরিচালক সাফি উদ্দিন সাফি।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৬১ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজ করছেন আবদুল লতিফ বাচ্চু। সহকারী কমিশনার হিসেবে আছেন শফিকুর রহমান ও ডি এইচ নিশান। নির্বাচনে জয়ী হওয়া প্রার্থীরা আগামী ২০১৯-২০ সালের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির দায়িত্ব নেবেন।