মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার বিভিন্ন জনগোষ্ঠীর উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ও জেন্ডার এ্যাকশন প্ল্যান বাস্তবায়নের সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে ও তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টার) সহযোগগিতার বুধবার (১৩ নভেম্বর) বিকালে মেহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড বেড়পাড়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, সৈয়দ আব্দুল্লাহ আল বাপ্পি, আলপনা খাতুন, সচিব তৌফিকুল আলম, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইনছান মন্ডল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।