মৌলভীবাজার সংবাদদাত।।মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সার্বিক তত্ত্বাবধানে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শহরের জুগিডড় এলাকায় গণ পরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ৷
এ সময় গণপরিবহনের জন্য সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস না থাকা ইত্যাদি অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক ২১টি পৃথক মামলায় সর্বমোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হারুন অর রশিদ, মো: আরিফুল ইসলাম, আসমা উল হুসনা, সানজিদা রহমান, মৌসুমী আক্তার এবং হুমায়রা সুলতানা।