মৌলভীবাজার জেলা পুলিশের একাধিক অভিযানে মাদকসহ আটক-৬
- প্রকাশের সয়ম :
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
-
৯৭
বার দেখা হয়েছে

মৌলবীবাজার সংবাদদাতা।। “একটি গ্রাম থেকে একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে অত্র জেলার পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ (পিপিএম-বার) মহোদয়ের গৃহীত পদক্ষেপকে বাস্তবায়ন করার জন্য জেলা পুলিশ কর্তৃক মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত আছে। তারই ধারাবহিকতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার রোডস্থ বিলাস মার্কেটের সামনে হতে ১৫/০২/২০২০খ্রিঃ তারিখ সকাল অনুমান ৭.৩০ ঘটিকার সময় ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিম মিয়া (৪২), পিতা-আরজু মিয়া, সাং-মদ্য মুসলিমবাগ (গাংপাড়), শ্রীমঙ্গল ও রাত ৩.৪৫ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখাঁন রোডস্থ সিন্দুরখাঁন সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের উপর হতে আসামী মোঃ আশরাফুল ইসলাম (২২) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজার বিশেষ অভিযান ডিউটি পরিচালনার সময় ১৫/০২/২০২০খ্রি. সময় ২০.৪৫ ঘটিকায় জুড়ী থানাধীন ফুলতলা ইউনিয়স্থ মধ্য বটুলী সাকিনস্থ আসামী সুলতান মিয়ার বসত বাড়ীর উঠান হতে দুইজন আসামী আটক করে। আটককৃত আসামীর নাম ১। মোঃ সুলতান মিয়া পিতা-মৃত-নুর মিয়া সাং-মধ্য বটুলী থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজার-কে ১১ (এগার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ২। মোঃ রেজাউল রহমান পিতা- মৃত-আশ্রব আলী সাং- মধ্য বটুলী থানা- জুড়ী জেলা – মৌলভীবাজার -কে ০৯( নয়) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন-কে আটক করা হয়।
জুড়ী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৬নং সাগরনাল ইউনিয়নস্থ কাপনা পাহাড় চা-বাগানের পুরান লাইনে আটককৃত আসামীর বসতবাড়ীর পূর্ব পাশে একছালা ঘরের ভিতর হতে কালা ঠাকুর পাশী (৪৬), পিতা-মৃত সুরতা পাশী, সাং-পাপনা পাহাড় চা-বাগান, থানা-জুড়ী, মৌলভীবাজারকে ১৫১ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
কমলগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কানিহাটি চা-বাগান সাকিনস্থ আসামী ধিরু রিকিয়াসন (৫০), পিতা-জিতুয়া রিকিয়াসন, সাং-কানিহাটি চা-বাগান (অফিস লাইন), থানা-কমলগঞ্জ, মৌলভীবাজার-কে ১০ লিটার চোলাই মদ ও ৪০ লিটার মদ তৈরীর তরল ওয়াশ (জাওয়া)সহ আটক করা হয়।
Please Share This Post in Your Social Media