ইমরান হোসেন,নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবাষির্কী উপলক্ষে তাঁর জন্মস্থান সাগরদাঁড়ীতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মধুমেলার সমাপনী অনুষ্ঠানে মধুমঞ্চের আলোচনা সভায় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এর নিকট স্মারকলিপি প্রদান করেন, মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহŸায়ক অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, সদস্য সচিব কবি খসরু পারভেজ, দৈনিক প্রথমআলো পত্রিকার কেশবপুর প্রতিনিধি দীলিপ মোদক। উল্লেখ্য মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ীতে তাঁর নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে কেশবপুরে দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলে আসছে। এটি কেশবপুর উপজেলা তথা যশোর জেলাবাসির প্রাণের দাবী হিসেবে পরিণত হয়েছে।