নিজস্ব প্রতিবেদক ।। যশোর জেলা ডিবি’র পুলিশের অভিযানে পুলেরহাট বাজার এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি।
মঙ্গলবার (২২ অক্টোবর ) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন এসআই নুর ইসলাম। এ-সময় তিনি বলেন,রাতে অভিযানে চালিয়ে পুলেরহাট বাজার থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ফেনসিডিল যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামি হলো রুবেল (৩২) গ্রাম কন্যাদহে থানা শার্শা,জেলা যশোর।
যশোর জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন রুপন কুমার সরকার পিপিএম(বার) বলেন,এস’পি স্যারের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি,ডাকাতি,অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার মাদক ব্যবসায়ী,অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় রাতে অভিযানে চালিয়ে পুলেরহাট বাজার থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়া যশোর কোতোয়ালি থানায় এজাহার দাখিল করে গ্রেফতার কৃতকে আসামি-কে আদালতে পাঠানো হয়েছে।
এবিডি.কম/ শিরিন আলম