শার্শা প্রতিনিধিঃ যশোরের মন্ডলগাতী হাফিজিয়া মাদ্রাসা থেকে মোস্তাকিম (০৯) নামের একটি মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছে মোস্তফাকিমের পরিবার। পারিবারিক সুত্রে জানাযায়, মোস্তাকিম যশোরের মন্ডলগাতি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং শার্শার আমতলা গাতিপাড়ার মনিরুল ইসলামের ছেলে। মাদ্রাসা থেকে জানানো হয় গত (২২জানুয়ারি) সন্ধার পরে থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য স্থানগুলোতে অনেক খোঁজাখবর করে তার কোন সন্ধান মেলেনি। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। ছেলেটিকে কেউ দেখলে ০১৩২১-৬১০৩১০-নাম্বার যোগাযোগ করবেন।