যশোর প্রতিনিধি: যশোরের শ্রেষ্ঠ সহকারি পুলিশ সুপার (এএসপি) নির্বাচিত হয়েছেন মণিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার রাকিব হাসান।
শনিবার পুলিশ লাইনস সভা কক্ষে ২০১৯ সালের জুন মাসে অপরাধ দমন ও নিয়ন্ত্রন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মণিরামপুর সার্কেল রাকিব হাসানকে পুরস্কার সনদ ক্রেস্ট প্রদান করেন যশোর পুলিশ সুপার মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। জানা যায়, মাসিক সভায় খুলনা রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।