লালমনিরহাট সংবাদদাতা।। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত কয়েকদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রতিদিনই অভিযান চালাচ্ছেন, চলছে জরিমানা।
সর্বশেষ আজ বুধবার সকালে লালমনিরহাটের জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তি জারি করে জেলায় সবধরণের যানবাহন চলাচল নিষিদ্ধ করেছেন। এতকিছুর পরেও লোকজন সুযোগ পেলেই নামছেন রাস্তায়। যাতায়াত করছেন মোটরসাইকেল, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে।
এই অবস্থায় আজ বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম অংশে অনির্দিষ্টকালের জন্য রেলগেটের প্রতিবন্ধকতা (ব্যারিকেড) ফেলে দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমান।
জানা গেছে, পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর কাঁঠালতলা এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক রেলগেটের ব্যারিকেড ফেলে মহাসড়কটি বন্ধ করে দিয়েছেন ইউএনও মো. মশিউর রহমান।
তবে মেডিক্যাল সার্ভিস, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, কৃষি নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন, সংবাদপত্র, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতায়াতের জন্য গেট খুলে দেওয়া হবে।
ইউএনও মো. মশিউর রহমানের বলেন, ‘করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে ও মানুষকে বাইরে বের হওয়া নিরৎসাহিত করতে এটি করা হয়েছে।’