আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রংপুরের বদরগঞ্জ পার্বতীপুর সড়কের পাশে ধান ক্ষেত থেকে রওশনারা নামের এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্বামী সিরাজুল ইসলামকে আটক করে জিঞ্জাসাবাদ করছে পুলিশ। নিহতের বাড়ী দিনাজপুর জেলার বড় চন্ডিপুর গ্রামে।স্থানীয়রা জানান, আজ রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বদরগঞ্জ পার্বতীপুর সড়কের রামকৃষ্ণপুর ফাটকেরডাঙ্গা এলাকার একটি ধান ক্ষেতে ওই নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।মরদেহটির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি একটি হত্যাকাণ্ড। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, ওই নারীর শরীরে ছোট ছোট কচুরিপানা লেগে ছিল। এতে ধারণা করা যায় দুষ্কৃতকারীরা হত্যার পর প্রথমে অন্য কোনও ডোবা বা পুকুরে লাশটি ফেলে দেয়।
সেখানে লাশটি ভেসে উঠলে রাতের কোনো একসময় পার্বতীপুর বদরগঞ্জ সড়কের পাশে ফেলে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদেরবাংলাদেশ/রিফাত