নিজস্ব প্রতিবেদক।। রংপুরে সুবিধাবঞ্চিত শিশুরা করোনা পরিস্থিতির মাঝেই পেয়েছে বিশেষ ঈদ উপহার। পুলিশ সুপারের এ উদ্যোগে তাদের মুখে ফিরেছে হাসি। সুবিধাবঞ্চিত এসব শিশুদের দেওয়া হলো ঈদের নতুন পোশাক।
শনিবার (৮ এপ্রিল) সকালে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুদের পুলিশ সুপার নিজ উদ্যোগে এ উপহার বিতরণ করেন।
এসময় রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন,‘সুবিধা বঞ্চিত শিশুরা সবসময় অবহেলিত থাকে। তাদের সেই কষ্টের কথা চিন্তা করে তাদের এই উপহার প্রদান আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ঈদের মুহুর্তে তাদের মুখে যেন হাসি ফুটে সেটাই চেষ্টা করেছি।’
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আকবর হোসেনের সভাপতিত্বে এসময় উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ব্যাবসায়ী আহমেদ পারভেজ, লিংকন রানা, শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান, রেজাউল করিম, সাংবাদিক জহুরুল আলম জাবেদ, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা উপদেষ্টা ডাঃ এস এম হাবিবুর রহমান, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক ও উপস্থাপক শহিদ উল্লাহ, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার যুগ্ম মহাসচিব বাবুল হোসেন, পরিচালক সিরাজুল ইসলাম সাগর।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু