রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
-
১৪৮
বার দেখা হয়েছে

হুমায়ুন কবির।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা চত্বরে গত ১৬ জুলাই বৃহস্পতিবার রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা।
জানা যায় “মুজিবর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণের কর্মসূচী হাতে নিয়েছে সামাজিক বন বিভাগ। এরই ধারাবাহিকতায় রাণীশংকৈল উপজেলা সামাজিক বন বিভাগের উদ্যোগে উপজেলা চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মমধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সজ্ঞয় দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওসি তদন্ত আব্দুল লতিফ, সামাজিক বন বিভাগ উপজেলা ফরেস্ট অফিসার শাহাজান আলী , সাব ইন্সপেক্টর আহসান হাবিব ও স্থানীয় ব্যাক্তিবর্গ প্রমুখ।
উদ্বোধন শেষে উপস্থিত সকলের মাঝে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media