অমিত কর্মকার।। চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিøচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি ছিটানো হয়।
আজ (২৮মার্চ) শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনীকে সাথে নিয়ে উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ এলাকায় জীবাণুনাশক পানি ছিটানো কার্যক্রম উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।
তিনি জীবাণুনাশক ওষুধ মিশানো ভাউজারের পাইপ নিজ হাতে নিয়ে স্টেশনের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক পানি ছিটান । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীদর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল মতিন পিএসসি, কক্সবাজার ১০ডিভিশনের মেজর শেখ ফয়সাল আহম্মেদ বশির।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ বলেন, করোনা ঠেকাতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে আমরা কাজ করে যাচ্ছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বটতলী মোটর ষ্টেশনসহ বিভিন্ন এলাকায় কীটনাশক পানি ছিটানো হয়েছে ।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে। করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে প্রত্যেকেই সতর্কতার অংশ হিসেবে মুখে মাস্ক ব্যবহার করা, ময়লা পোশাক এড়িয়ে চলতে হবে।