লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগামের লোহাগাড়া উপজেলায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হলো। ১০ অক্টোবর বেলা ১১টায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব ডা: এ.এম.পারভেজ রহিম ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: হাছান শাহ্রিয়ার কবির।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা: শেখ ফজলে রাব্বি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব জিতু, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: জাকের হোসেন মাহামুদ। এছাড়া এলাকার জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তি ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায়সব চিকিৎসক এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডা: আতাউল করিম আরবি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও জেলা সিভিল সার্জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
একই দিনে নোভেল করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য অতিথিদের সাথে লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল উপস্থিত ছিলেন।