লোহাগাড়া সংবাদদাতা।। করোনায় আক্রান্তে সাতকানিয়ায় বৃদ্ধের মৃত্যুতে লোহাগাড়াা সিটি হাসপাতাল, মোস্তাফা সিটির ভবন এবং পদুয়ায় এক বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল দিবাগত রাত দেড়টাই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে তৌছিফ আহমেদ হাসপাতাল, মোস্তাফা সিটি ভবন ও ১বাড়ী লকডাউন করে দেন।
জানা যায়, সাতকানিয়া উপজেলার ইছামতিকুল এলাকায় গত ১১এপ্রিল এক বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। বৃদ্ধ মারা যাওয়ার কয়েকদিন পুর্বে তার শরীর চেক আপ করেন লোহাগাড়া সিটি হাসপাতালের সুপারইভাইজার নুর মুহাম্মদ। তার বাড়ীও সাতকানিয়া। অপরদিকে, পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা হাসান বৃদ্ধের ছেলের দোকানে চাকরী করত। এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক লোহাগাড়া সিটি হাসপাতাল, মোস্তাফা সিটি ভবন ও ১টি বাড়ী লকডাউন করে দেন উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।