বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গ্রীষ্মকালীন ছুটি, শব-ই কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ মে (বুধবার) হতে ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত দীর্ঘ এক মাসের ছুটিতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়। ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে।
সোমবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ^বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ২২ মে (বুধবার) হতে ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।