শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধিঃ উপনির্বাচনে রংপুর -৩ আসন থেকে নির্বাচিত হয়ে সিলেটে এসে ও হযরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের পুত্র সাদ এরশাদ।
রোববার (২০ অক্টোবর)ঢাকা থেকে বিমানযোগে দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান সাদ এরশাদ। এরপর সেখান থেকে বের হয়ে দুপুর ১টায় সিলেটের দুই ওলীর মাজার জিয়ারত করেন তিনি। এসময় তার সাথে জাতীয় পার্টির কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেলে সিলেট সার্কিট হাউসে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে তিনি সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর -৩ আসনটি শূন্য হলে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে বিজয় লাভ করেন সাদ এরশাদ।