সংসারী হয়ে গেছো: শফিউল আলম
আজকাল তুমি খুব ব্যস্ত হয়ে গেছো
তোমাকে কাছে পাওয়া যায় না -খুব কাছে।
যতটুকু কাছে এলে আমার পঞ্চ ইন্দ্রিয় সজাগ হয়;
তুমি আমার ঘামের গন্ধ পাও।
আজকাল বড়ো বেশি সংসারী হয়ে গেছো।
এতটুকু তো আমি চাই না।
আমি চাই হাত পাখা না হোক,
এই ইলেকট্রিক যুগে ফ্যানের সুইচ অন করে দিয়ে পাশে বসো।
গায়ে আলতো করে হাত বুলিয়ে দিয়ে ,
অফিসে কয় কাপ চা খাওয়া হলো জিজ্ঞেস কর।
আমার শরীরে ভূমিকম্প হয়ে যায় উচ্চ মাত্রায়-
তোমার পেলব পরশ পেলে।
তুমি শার্টের বোতাম নাইবা খুলে দিলে।
বলো-আজ বুঝি বাইরে অনেক গরম ছিল;
জামা গেছে ভিজে।
তুমি বড়ো বেশি সংসারী হয়ে গেছো।
এমন সংসারী তো আমি চাইনা।