রাফি মোহাম্মদ।। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “যদি তোমরা প্রকাশ্যে দান করো তাও উত্তম, আর যদি তোমরা তা গোপনে করো এবং তা অভাবগ্রস্তদের দান করো তবে তা আরও উত্তম ,এতে তিনি তোমাদের দুঃখ কষ্ট দূর করে দিবেন । আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্মক অবহিত।“ ( সুরা বাকারাঃ ২৭১)
রমজান মাসে মহান আল্লাহতায়ালা প্রতিটি নফল কাজের সাওয়াব ৭০ গুন বাড়িয়ে দেন ।রমজানকে দানের মাস হিসেবে গ্রহন করা রাসুলের নির্দেশনা। সিয়াম সাধনার এ মাসে রোজাদারের মধ্যে দানশীলতা ও বদান্যতার গুনাবলি সৃষ্টি হয়।
দান সদকার নীতি গুলো সামনে রেখে আই আই ইউ সি ইবি ক্লাব একটি ইভেন্ট হাতে নিয়েছিলো। যার মূল উদ্দেশ্য ছিলো অসহায় সুবিধাবঞ্চিত ছিন্নমুল মানুষ যারা ভালো ইফতার করতে পারে না এই রোযায় তাদের মধ্যে ইফতার বন্টন করা।
এই উক্তি সামনে রেখে আই আই ইউ সি ইবি ক্লাব বৃহস্পতিবার (২১ এপ্রিল) চট্টগ্রাম শহরের প্রায় ২০০ ছিন্নমুল মানুষকে ইফতার করায়। ইফতার করানোর অর্থ সহায়তা দেন ইকোনোমিকস এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের ছাত্ররা এবং ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকরা যাদের সহোযোগিতা না থাকলে এই ইভেন্ট টি করা সম্ভব হতো না । ইভেন্টটি শেষ হওয়ার পর ইবি ক্লাব এর জিএস
মোহাম্মদ আইমান বলেন, ইবি ক্লাব এর সদস্য যারা উপস্থিত ছিলেন তাদের নিরলস পরিশ্রমে এই রোযার মধ্যে কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি সফল ইভেন্ট সম্পন্ন হয়েছে এজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি। আল্লাহ সবাইকে এর উত্তম প্রতিদান দান করুক ।ভবিষ্যতে যেন ইবি ক্লাব এর সবাই একসাথে এভাবে কাজ করেন সেই আশাবাদ ব্যক্ত করে উনার বক্তব্য শেষ করেন।