নিজস্ব সংবাদদাতা।। সাভারের রাজাসন এলাকায় ডিবি পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামী দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ ১ জনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল সোমবার (১১ মার্চ) রাত পৌণে ৮টার সময় সাভারের রাজাসন এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান (২৫) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-মেহেদী হাসান (২৫) পিতা আব্দুল মালেক,গ্রাম মধ্যকৃষ্ণপুর,থানা মানিকগঞ্জ সদর,জেলা মানিকগঞ্জ। বর্তমানে তিনি সাভারের রাজসন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়,গতকাল রাতে সাভার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে সাভারের রাজাশন এলাকা হতে ১ টি পিস্তল এবং ২ রাউন্ড গুলি সহ মেহেদী হাসান নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে অপরাধ সংঘটনের জন্য অবৈধ উদ্দেশ্যে উক্ত অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেন। তার বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তার সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ।
এছাড়া আটক আসামীর কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার সংক্রান্তে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তার সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।
এবিডি.কম/রাজু