মোঃ শহিদুল ইসলাম সাগর সাভার : হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহানবমীতে সাভারের আশুলিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম (সেবা) পিপিএম। মঙ্গলবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত তিনি বিভিন্ন পূজা মণ্ডপে পৌঁছলে মন্দির কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছাসহ তাকে অভ্যর্থনা জানান। এসময় হিন্দু নারী-পুরুষগণ উলুধ্বনি দিয়ে পুলিশ সুপারকে বরণ করে নেন।
পুলিশ সুপারের পক্ষ থেকেও পূজা কমিটিকে ফল ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।ঘন বসতিপূর্ণ শিল্পাঞ্চল আশুলিয়ার প্রতিটি পূজা মণ্ডপে ব্যাপক জনসমাগম ও নির্বিঘ্নে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার মুগ্ধ হন। তিনি এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমরা সবাই সম্প্রীতির পরিবেশে বাংলাদেশে বসবাস করছি। এখানে কোনো বিভেদের অবকাশ নেই। আশুলিয়া একটি শিল্প এলাকা, এখানে লক্ষ লক্ষ লোক কাজ করে।
যারা প্রতিদিন পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগে যেখানে ছোট আঁকারে পূজা হতো, সেখানে এখন বড় আঁকারে পূজা হচ্ছে।প্রতি বছর দুর্গা পূজার সংখ্যা বাড়ছে। এর কারন হলো, আমাদের দেশের অর্থনৈতিক সামর্থ্য বাড়ছে, বর্তমানে গড় আয় দুই হাজার ডলারের কাছা-কাছি। আমরা গতবছর রপ্তানি করেছি ৩৮ বিলিয়ন ডলার, রিজার্ভ রয়েছে ৩২ বিলিয়ন ডলার।
পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট আমরা নিজস্ব অর্থায়নে তৈরি করছি, যা তৃতীয় বিশ্বে কোন দেশ করতে পারেনি। আমরা মহাশূন্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। রুপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের মাধ্যমে আমরা পারমাণবিক জগতে চলে যাচ্ছি। পুলিশ সুপার এসময় আরও বলেন, যারা ধর্মের কথা বলে জঙ্গিবাদের দিকে উৎসাহিত করে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এই পূজাকে ঘিরে কেউ যেনো নাশকতা করতে না পারে সেজন্য সবাই সতর্ক থাকবেন। সন্দেহজনক কেউ কোন প্রকার ব্যাগ-পুটলা নিয়ে আসলে তা তল্লাশি করবেন।
আমাদের পুলিশ বাহিনী সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। পূজাকে কেন্দ্র করে মেয়েদের ইভটিজিং কিংবা কোন প্রকার বিশৃঙ্খলা দেখলেই তাৎক্ষণিক পুলিশকে জানানোর আহবান জানান পুলিশ সুপার।পরে পুলিশ সুপার সম্ভু সরকারের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ফল ও মিষ্টি মুখ করেন।পূজামণ্ডপ গুলো পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান পিপিএম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম,
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু, ওসি তদন্ত জাভেদ মাসুদ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম, ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন খান, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।