ছামি হায়দার,ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রবাসীদের উদ্যোগে অস্বচ্ছল মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতি কুয়েতের অর্থায়নে আজ মঙ্গলবার উপজেলার ঘিলাছড়া মহিলা মাদ্রাসায় এ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেইস চৌধুরী।
ঘিলাছড়া মহিলা মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সুয়াগ মিয়ার সভাপতিত্বে মাওলানা মহিউদ্দিন আলমগীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শিক্ষা ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা কখনো অস্বীকার করা যাবে না। স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবাসীরা সব সময় অসচ্ছল বাচ্চাদের সাহায্য করে থাকেন।
প্রবাসীরা সত্যিকারের দেশপ্রেমিক। বিশ্বের বিভিন্ন দেশে পরিবার-পরিজন নিয়ে বসবাস করেও দেশের কথা তাঁরা ভুলে যান না। যখন দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে- তখন প্রবাসীরা অসহায়দের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করেন। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ফেঞ্চুগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও আর্থিক অনুদার প্রদান করে যাচ্ছেন ফেঞ্চুগঞ্জের প্রবাসীরা। তাছাড়া বিভিন্ন মসজিদ মাদ্রাসায় প্রবাসীরা নিয়তিম অনুদান দিয়ে থাকেন। দেশের যে কোনো মানুষ অসুস্থ হলে টাকার অভাবে চিকিৎসা না করতে পারলে প্রবাসীরা সেই ব্যক্তিকে অনুদান প্রদান করেন যা অত্যন্ত প্রশসংনীয়।
তিনি আরো বলেন- ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত বিভিন্ন অসুস্থ ব্যক্তিকে ও মাদ্রাসায় এতিম হাফেজ বাচ্চাদের মধ্যে বিভিন্ন সময় খাবার বিতরণ ও কাপড় এবং অসচ্ছল হাফেজ বাচ্চাদের মধ্যে কোরআন শরীফ বিতরণ করে আসছে।
আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। অনুস্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনঃ-ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির কুয়েত এর বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আউয়াল কয়েস, মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা জাহিদ হাসান চৌধুরী, ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য বুরহান উদ্দিন সিন্দু, আবুল হোসেন, মছব্বির আলী, কয়ছর আহমদ, লাল মিয়া, ফখরুল ইসলাম, শফিক মিয়া, মাদ্রাসা কমিটির সহসভাপতি সামছুদ্দিন আহমদ, যুবলীগ নেতা জিপু আহমেদ রানা প্রমুখ।