সীমাহীন: পারভীন আক্তার
চিন্তায় তুমি
জাগরনে তুমি
তুমিহীনা আমি নই।
ছন্দ বিলাস করো
শব্দ গুলি হয়ে এক
ভেজা বকুলে,চেয়ে থাকি
সমিরন বহে উড়ায়ে মেঘ
জড়িয়ে শুভ্র আচঁল
ব্যাকুল করে রাখে
তোমার সকল অনুভব।
নদী বয়ে যায়,
মাঝি যাহে উজানে-
কোন গান সে গাহিয়া চলে
আকাশ বাতাস উত্তর নাহি দেয়।
দেহ মনখানি তব্ধ রহিয়া-
নয়ন স্থির রয়
চিত্ত কহে ভালবাসি ভালবাসি!
কামনা বাসনায়,
কবিতায় তাহার যাহা রয়।
কতো অংক কসিয়াছো তুমি
শিশু কৈশর আর যৌবনে!
ফলাফল নাহি মিলে-
বৃথাই চিন্তা মগ্ন কেন হে
জর্জরিত জ্ঞান,দেহ আর প্রান
ভালবাসার সীমাহীন ঋৃনে।