সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলা আ,লীগের আমৃত্যু সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আব্দুজ জহুর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে উন্মোচন অনুষ্ঠানে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচক করেন জেলা আ,লীগের সভাপতি মতিউর রহমান। আবদুজ জহুর স্মারক গ্রান্থের সম্পাদনা করেন আমেরিকা প্রবাসী সাংবাদিক রমেন্দ্র তালুকদার পিংকু ও দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীস।
সাংবাদিক শামস শামীমের পরিচালনায় মোড়ক উন্মোচনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আ,লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট,সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এছাড়া মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা আ,লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,অ্যাডঃ শফিকুল আলম,অ্যাডঃ রেজাউল করিম শামীম,যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।