সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গাঁজা আটক
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
-
৯৭
বার দেখা হয়েছে

আমির হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির কর্তৃক ভারতীয় বিপুল পরিমান গাঁজার চালান আটক করেছে। বিজিবি সূত্রে জানাযায়, আজ ২৫ অক্টোবর শুক্রবার সকাল ৬ টার সময় জেলার তাহিরপুর উপজেলা সীমান্তের লাউরগড় বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০৪/২-এস এর নিকট হতে আনুমানিক ৩.৫ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ০৫ নং বাধাঘাট ইউনিয়নের বিন্নাকুলি নামক এলাকা থেকে ৯ কেজি ভারতীয় গাঁজা আটক করে।
এ সময় বিজিবির উপস্থিত টের পেয়ে গাঁজা বর্তী বস্তা পেলে গাঁজা ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে এ সময় কোন চোরাকারবারি মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। আটককৃত গাঁজার মূল্য ৩১ হাজার ৫০০ টাকা। সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক মোঃ মাকসুদুল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Please Share This Post in Your Social Media