সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গাঁজাসহ যুবক আটক
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
-
৮৬
বার দেখা হয়েছে

কামাল হোসেন, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে ভারতীয় ২ কেজি গাঁজাসহ মোঃ সুলতান মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। বিজিবির হাতে আটককৃত সুলতান মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গামারীতলা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। বিজিবি সূত্রে জানাযায়, বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার
মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল ২৮ অক্টোবর সোমবার সাড়ে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০৮/৪-এস এর নিকট হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান থেকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী সুলতানা মিয়াকে আটক করে। এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ -২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মোঃ মাকসুদুল আলম বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media