সুনামগঞ্জ সীমান্তে ৪ লাখ ভারতীয় পণ্য আটক
- প্রকাশের সয়ম :
বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
-
৮০
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে বিজিবির পৃথক পৃতক অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় চোরাই নিষিদ্ধ নাসির বিড়ি, কয়লা, বারকী নৌকা, ঘোড়া এবং গরু আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। বিজিবি সূত্রে জানাযায়, জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির একটি টহল দল ১৩ নভেম্বর বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৬/১-এস এর এলাকাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান থেকে ১,২০০ কেজি ভারতীয় চোরাই কয়লাসহ ০১টি বারকী নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য ৭৫ হাজার ৬০০ টাকা।
এবং একই দিনে ভোর সাড়ে ৩ টার সময় তাহিরপুর উপজেলার চাঁনপুর বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০০/৬-টি এর এলাকাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের নয়াছড়া নামক স্থান থেকে ২টি ভারতীয় চোরাই ঘোড়া আটক করে।যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। এদিকে জেলার বাগানবাড়ী বিওপির একটি টহল দল গতকাল ১২ নভেম্বর মঙ্গলবার বিকালে সীমান্ত পিলার ১২২৭/৭-এস এর এলাকাধীন দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান থেকে ২১,০০০ পিস (৮৪০ প্যাকেট) ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি আটক করে। যার মূল্য ৩৫ হাজার ৭০০ টাকা। এদিকে একই মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় জেলার তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নিজেস্ব গোয়েন্দা সংস্থা RIB, BIP এবং BSB এর সহযোগিতার সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী এলাকা থেকে ৫টি ভারতীয় চোরাই গরু আটক করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা উপরোক্ত আটককৃত মালামাল গুলো ফেলে রেখে পালিয়ে গেলে এসময় বিজিবি কাউকেই আটক করতে পারেনি। সুনামগঞ্জ -২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মোঃ মাকসুদুল আলম বলেন, আটককৃত ভারতীয় নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, সুনামগঞ্জ এবং কয়লা ও ঘোড়া শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Please Share This Post in Your Social Media