জাহেদ হাসান।। করুণার দান নয়, ঈদে ভালবেসে উপহার দিন পথ শিশুদের,এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের।ঈদ মানে আনন্দ বা খুশি। ঈদের চাঁদ দেখা দিলেই খুশিতে আত্মহারা কি শিশু,কী কিশোর, বৃদ্ধ বণিতা সকলের মাঝেই এ খুশি দেখা যায়।
ঈদে আনন্দ করার জন্য জামা কাপড়, শাড়ীচুড়ি, আতর সুগন্ধিন কমতি নাই। কেউ ২শ টাকার আবার কেউ লাখ টাকার শাড়ী পরে ঈদ করে। কেউ অর্থ খরচ করার খাত পাচ্ছে না। আবার অনেকেই অর্থের অভাবে সেমাই চিনি কিনতে পারছে না। তাই ইসলামের নবী মুহাম্মদ (সা.) বলেছেন, নিজে খাবে, পরবে, পাশে অবস্থানরত প্রতিবেশীদের খবর রাখবে, “আমার উম্মতের মধ্যে যারা প্রতিবেশীর প্রতি দায়িত্ব রাখে না, তারা আমার উম্মত নয়।” নিজের বরণ পোষণ ব্যয় আহারের সময় পাশের দরিদ্র পরিবার নিপীড়িত মানুষদের প্রতি নজর রাখা ইসলামের শিক্ষা। এ শিক্ষা সমাজে সামন্যতম যদি বাস্তবায়িত হয়, তহালে আবশ্যই সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র শিশু, অসহায় মানুষগুলো ঈদের খুশিতে কিছুটা হলেও হাসতে পারবে।
এরই ধারাবাহিতায় কক্সবাজার সদরের ঝিলংজার বাংলাবাজারে প্রায় ৩০ জন সুবিধাবঞ্চিত ও গরীব অসহায়দের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।ঝিলংজা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক জুয়েল সিকদার ও জেলা ছাত্রলীগ নেতা ঈব্রাহিম আবিরের পক্ষে থেকে এই নতুন ঈদবস্ত্র বিতরণ করেন।
জুয়েল সিকদার ও ঈব্রাহিম আবির বলেন,আমরা সবসময় অসহায় মানুষের পাশে আছি। সকল ভালো কাজ সফল করতে আমরা প্রস্তুত রয়েছি।এবং সবাইকে সুবিধাবঞ্চিত ও অসহায় গরীব-দুঃখীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম