স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজারে মুক্তিযোদ্ধা পুলিশদের সংবর্ধনা
- প্রকাশের সয়ম :
শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
-
১০৫
বার দেখা হয়েছে

আজিজুল ইসলাম।। মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজার জেলায় কর্মরত, বসবাসরত ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই সংবর্ধনা দিলো জেলা পুলিশ।
সংবর্ধনা উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মো. নাসের রিকাবদার। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. শহীদুল হক মুন্সী ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।
সভায় মহান মু্ক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীরত্ব তুলে ধরে পুলিশ সুপার বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ রচনা করেছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা পুলিশ বাহিনী। আজ বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আপনাদের সম্মান জানাতে পেরে গর্ব অনুভব করছি।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযুদ্ধাদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তোলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
Please Share This Post in Your Social Media