আমাদেরবাংলাদেশ ডেস্ক: নানা মহলে সমালোচনার মুখে বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসে ডেঙ্গু নিয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তা স্থগিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈনুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টায় ওই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
মাঈনুল ইসলাম প্রধান বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সটি স্থগিত করা হয়েছে। মন্ত্রী রাজধানীর মিডফোর্ড হাসপাতাল থেকে বের হয়ে আরও কয়েকটি হাসপাতাল পরিদর্শন করবেন। তারপর পরবর্তী সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে।’
এদিকে সকাল ১০টায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ডের উদ্বোধন করে বের হয়ে সাংবাদিকদের সাথে কোন কথা বলেননি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। কিন্তু পরে ওই হাসপাতালে চিকিৎসকদের জন্য আয়োজিত ডেঙ্গু বিষয়ক ‘সাইন্টিফিক সেমিনারে’ বক্তব্য রাখেন তিনি। এরপর হাসপাতালের ৫ তলায় ৮৫ শয্যাবিশিষ্ট ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথাই বলেননি মন্ত্রী। বরং দ্রুততার সঙ্গে ৫ রুমের ওয়ার্ডটি ঘুরে দেখে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই ঘটনাস্থল থেকে চলে গেছেন তিনি।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালের এ ঘটনায় সাংবাদিকরা কিছুটা বিস্মিত হয়েছেন। কেউ কেউ বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রীর অনুষ্ঠানের যে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল, সেখানে কোনো সেমিনারের বিষয় উল্লেখ না থাকায় তারা এতে যোগ দিতে পারেননি।