আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চট্টগ্রাম নগরীর একটি কলোনিতে আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন। রোববার (১ মার্চ) গভীর রাতে নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় হাজী জহিরুল ইসলামের সেমিপাকা কলোনিতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার মোহন (৩৫) ও চাঁদপুরের জাকির হোসেন (৩৫)।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, কলোনিতে বেশ কয়েকটি ব্যাচেলার বাসা রয়েছেন। আগুনের সূত্রপাত হওয়ার পর আটকে পড়েন তারা।পরে আগুন নিয়ন্ত্রনে এলে দুজনের লাশ উদ্ধার করে ফায়ারি সার্ভিসের কর্মীরা।