বেনাপোল সংবাদদাতা।। যশোরের বেনাপোল স্থল বন্দরে এই প্রথম ইলিশের রপ্তানী চালান এসে পৌছায়।ভারতে রপ্তানীর জন্য ১২০০০কেজি মাছ দুটি ট্রাকে করে এসে পৌছায়েছে।
সোমবার(১৪সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন কেন্দ্রের সামনে যশোর-ট ১১-৪১৭৭ ও যশোর -ট১১-২৯৯২ নং ট্রাকে করে ৬ মেঃটন মাছ আসে।
নীলা এন্টারপ্রাইজ সিএন্ড এফ প্রতিনিধি শাহিন জানান,রপ্তানীকারক জাহানাবাদ খুলনা হতে ইলিশের চালাটি ট্রাকে করে বন্দরে এসেছে।ভারতে রপ্তানী করার জন্য মাছের চালানের কাগজপত্রের সরকারি দপ্তরে সব কার্যক্রম করা হচ্ছে।কাগজপত্রের সব কার্যক্রম সঠিকতা শেষ হলে ভারতে প্রবেশ করবে।ভারতের মেসার্স জে কে ইন্টারন্যাশনাল আমদানিকারক ইলিশের প্রথম চালানটি গ্রহন করবে।
বেনাপোল মৎস্য পরিদর্শক অাসওয়াদুল জানান,ভারতে রপ্তানী ইলিশের প্রথম চালানটি বেনাপোল বন্দরে এসেছে। সংশ্লিষ্ট সি এন্ড এফ কাস্টমসে কাগজপত্রের সঠিকতা কার্যক্রম করছে।মৎস্য অধীদপ্তরের কাজ শেষ হলে ভারতে রপ্তানি হবে