বিশেষ প্রতিনিধি:
সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দমনে সজাগ থাকতে আনসার ও ভিডিপিকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে ৩৯তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে ‘আমার বাড়ি আমার খামার প্রকল্প’ বাস্তবায়নের কথাও জানান সরকার প্রধান। প্রতিষ্ঠার পর থেকেই গ্রামাঞ্চলে নিরাপত্তা ও শান্তি রক্ষায় সহায়তাসহ আর্থসামাজিক উন্নয়নে নিবেদিত প্রাণ হয়ে উঠেছে আধা সামরিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এসময় স্বাধীনতা যুদ্ধে আনসার বাহিনীর ত্যাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আনসার বাহিনীর ৬৭০ জন সদস্য শহীদ হয়েছেন। তাদের সেই দেখানো পথে সন্ত্রাস-জঙ্গিবাদসহ যেকোনও বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।প্রধানমন্ত্রী এসময় ২০১৪ সালের আগে ও পরে অগ্নিসন্ত্রাস রোধ এবং সম্পদ রক্ষায় আনসার সদস্যরা যে দায়িত্ব পালন করেছেন তার ভূয়সী প্রশংসা করেন।