ঢাকা কলেজ প্রতিনিধি।। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজে (২০১৯-২০২০) শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।এবারের ভর্তি পরীক্ষায় পাশের হার ৮৩.১৩%।
বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট ১৮,৬৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫,৬৯৯ জন ।যেখানে মোট আসন সংখ্যা রয়েছে ৫,২১০টি। নির্ধারিত আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ২১,৮৮৫ জন। পরীক্ষার বিস্তারিত ফলাফল জানা যাবে www.7collegedu.com ওয়েবসাইটে ।
উল্লেখ্য, বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ১৫ নভেম্বর ২০১৯ (শুক্রবার)।
বাণিজ্য ইউনিটে সাত কলেজের মোট আসন সংখ্যা
ঢাকা কলেজ ৬০০
ইডেন মহিলা কলেজ ১০৫৫
সরকারি তিতুমীর কলেজ ৯৬০
সরকারি বাঙলা কলেজ ১৪৬৫
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ১৩০
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ৪০০
কবি নজরুল সরকারি কলেজ ৬০০
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট ৯টি কেন্দ্রে ।ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং নীলক্ষেত হাই স্কুল।