পুলিশ জানায়, টিপু, জাবেদ, হারুন ও মাসুম নামের চার যুবক মোটর সাইকেলে করে বেগমগঞ্জ থেকে সোনাইমুড়ি যাচ্ছিলেন। এসময় একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনা স্থলেই মারা যান টিপু, জাবেদ ও হারুন। আশংঙ্কাজনক অবস্থায় মাসুমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও আটক করা হয়েছে বাসটি।