তাহিরপুর ও বিশ্বম্ভরপুরে লবণ নিয়ে ক্রেতাদের কাড়াকাড়ি!
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
-
৮২
বার দেখা হয়েছে
ছবিঃ সংগৃহিত

সুনামগঞ্জ প্রতিনিধি।। সারাদেশে বেশ কয়েকদিন যাবত পেঁয়াজের মূল্য বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই গত রাত থেকে হঠাৎ করেই লবণের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়েছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার বাজার গুলোতে।
গতকাল(সোমবার) রাতে ৮টা তাহিরপুরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে ও রাত ৯ টার বিশ্বম্ভরপুরের পলাশ বাজারে সরেজমিনে গিয়ে লবণের মূল্য বৃদ্ধির কথা জানা গেছে।
বাজার গুলোতে ঘুরে দেখা যায়, চারিদিকে লবণের মূল্য বৃদ্ধির শোরগোল, আলোচনা ও সমালোচনার ঝড় বইছে বাজারে আগত ক্রেতা বিক্রেতা ও জনসাধারণের মধ্যে। বেশ কয়েকটি মুদি দোকানের সামনে গিয়ে দেখা গেছে, অন্যান্য জিনিসপত্রের তুলনায় গতরাতে লবণ বিক্রির হার দ্বিগুণ। সবার মনে আশংকা রাত পেরিয়ে সকাল হলেই লবণের দাম আরো বাড়তে পারে। তাই অনেকেই চাহিদার তুলনায় বেশি পরিমাণে লবণ কিনে নিচ্ছে। এমনকি গতকাল সোমবার দিবাগত রাতে বাজারসহ গ্রামের আশপাশের মুদি দোকান গুলোতে লবণ কিনতে আসা মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। শুধু তাই নয়! লবণের আগের দামের তুলনায় নিম্ন মানের লবন বস্তা প্রতি ২০০-৩০০ টাকা বেশিতে কিনে নিচ্ছেন অনেকেই, আর বিভিন্ন প্যাকেট জাতীয় লবণ ৪৫-৫০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের । এব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলার সড়কপাড় গ্রামের আব্দুল মোতালিব(৭০) বলেন, লবণের দাম বাড়ানোর কথা শোনে বাজারে আইছি লবণ কিনতে। কিন্তু এখন শোনছি এইডা মিছা কথা। তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামের ছিদ্দিক মিয়া(৬৮) বলেন, বারারে সারাদিন নদীতে কাম কইরা খাই। হুনছি পিয়াইজের লাহান লবণের দামও বাড়ব। এর লাইগা তারাতাড়ি রাইতওই বাজারও আইয়া ৫ কেজি লবণ ১০০ টেকাইদা কিনছি।
লবণের মূল্য বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি এ প্রতিবেদককে বলেন, আমি এমন খবর আপনার মাধ্যমে প্রথম শুনলাম, এটা সম্পুর্ন গুজব। বিভ্রান্ত না হবার আহবান করছি। এ বিষয়ে তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান, এটা সম্পূর্ণ গুজব। এ গুজবে কান না দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান। এবং এই গুজব রটিয়ে কোন ব্যবসায়ী যদি লবণ বেশি দামে বিক্রি করে তাহলে প্রশাসনকে জানানোর জন্য অনুরুধ করেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি, প্রয়োজনে আগামীকাল হতে বাজার গুলোতে মনিটরিং করা হবে দোকানদার যদি অতিরিক্ত দাম রাখেন তাহলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media