মুন্সী মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক :
আশুলিয়ার ডেন্ডাবর এলাকার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নলেজ পয়েন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয়টির নিজস্ব মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা , কবিতা আবৃতি, গজল, গান, নৃত্য প্রতিযোগির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইদুল হামিদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, মোসাঃ সৈয়েদা পারভীন (সহ-শিক্ষা অফিসার,সাভার), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ দেলোয়ার হোসেন ঠিকাদার,(বিশিষ্ঠ সমাজ সেবক), মোঃ আরিফুর রহমান( প্রধান শিক্ষক, বাইপাইল কিন্ডারগার্ডেন স্কুল), মোঃ আলী হোসেন (বীর মুক্তিযোদ্ধা), মুন্সী মেহেদী হাসান(বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক)। এসময় অতিথিগন স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি অল্পদিনের মধ্যে ব্যাপক সাফল্য অর্জন করায় ভূয়সী প্রসংশাও জানান তারা। বিকালে সকল বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সেই সাথে উপস্থিত অতিথিদের বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগন। বিদ্যালয়ের সহ-শিক্ষিকা মোসাঃ ইতি আক্তারের উপস্থাপনায় মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরস্কার বিতরনী কর্মসুচির সমাপ্তি হয়। এসময় বিদ্যালয়ে সকল শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগনসহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।