লবণ বাড়তি বিক্রি করায় জরিমানা
- প্রকাশের সয়ম :
বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
-
১০৫
বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি।। লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে মুদির দোকানে লবণ সংকটের গুজব রটিয়ে কিছু অসাধু ব্যবসায়ী রাতারাতি লবণের মূল্য প্যাকেটের গায়ের দামের তুলনায় বাড়তি বিক্রি করায় তাদেরকে মোবাইল কোর্ট এর আওতায় জরিমানা/সাজা প্রদান করা হয়েছে ৷
কাঁচা বাজার তানবির স্টোরে ২০,০০০টাকা, আলুর ঘাট রোডের মেসাস ফরিদ ষ্টোর ২০,০০০টাকা,এ. রহমান সন্স ২৫০০০টাকা,কামাল ষ্টোর ২০,০০০টাকা,হাজী আলী এন্ড সন্স ১০,০০০টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার জনাব তৌছিফ আহমেদ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ উপস্হিত ছিলেন।এ অভিযান অব্যাহত থাকবে।অসাধু ব্যবসায়ীরা সাবধান হয়ে যান।যদি প্যাকেটের গায়ের দামের চেয়ে এক টাকাও কেউ বেশি রাখেন অথবা স্টক করার চিন্তা করেন তবে কাউকেই ছাড় দেয়া হবেনা।
Please Share This Post in Your Social Media