তাহিরপুরে ৯ মস পর টোল আদায়ের জায়গা নির্ধারণ করেদিল উপজেলা প্রশাসন
- প্রকাশের সয়ম :
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
-
৮৯
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার ইজারাকৃত ঘাগড়া ঘাটের টোল আদায়ের জায়গা দীর্ঘ ৯ মাস পর নির্ধারন করেদিল তাহিরপুর উপজেলা প্রশাসন। জানাযায়, গত ১৫ ডিসেম্বর শনিবার বিকালে তাহিরপুর উপজেলা এ সি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান উপস্থিত থেকে পাঠানপাড়া-মিয়ারচড় খেয়া ঘাটের উত্তরে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে ও ঘাগড়া গ্রামের শেষ দক্ষিণ সীমানায় বিদ্যুৎ এর পিলার সংলগ্ন ইজারাদার শেখ শফিক মিয়াকে নির্ধারিত হারে টোল আদায়ের জন্য জায়গা দেখিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাদাঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই আমির হোসেন, ইজারাদারের পক্ষে কুনাটছড়া গ্রামের বাবুল মিয়া, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ ও কামাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য – সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শেখ শফিক মিয়া ০১ বৈশাখ ১৪২৬ বাংলা হতে ৩০ চৈত্র ১৪২৬ বাংলা পর্যন্ত ১ বছরের জন্য ৩৩ লক্ষ ৫০ হাজার টাকা সরকারকে রাজস্ব দিয়ে ঘাগড়া থেকে লাউড়েরগড় পর্যন্ত যাদুকাটা নদীর পূর্ব ও পশ্চিম দু’পাড়ে কার্গো/দেশীয় নৌকা বালু, পাথর, কয়লা, কাঠ ও বাঁশ সকল প্রকার মালামাল উঠা নামায় টোল আদায়ের জন্য ইজারা নেয়।
Please Share This Post in Your Social Media