মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধি ঃ
যশোরে শার্শা মাছের চাহিদা পূরণে যশোরের শার্শায় সিআইজি ক্ষুদ্র মৎস্য চাষীদের মাঝে খাদ্য ও উপকরন সহায়তা প্রদান উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।
সকাল সাড়ে ১১ টার সময় শার্শা উপজেলা মৎস্য অফিস থেকে এসব খাদ্য ও উপকরন সহায়তা প্রদান করা হয়। সপ্তাহ ব্যাপী এন.এ.টি.পি ও ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণ শেষে ৩৮ জন মৎস্য চাষীকে মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে মাছের খাদ্য ও উপকরণ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান, ক্ষেত্র সহকারী জাকির হোসেন ও ইমরান হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীরা।