লোহাগাড়া প্রতিনিধি।। চট্টগ্রামের লোহাগাড়ায় লরির ধাক্কায় মোটরসাইকেল এক আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতি ফোরসিজনের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম পলাশ দাশ ( ৩৫)। সে কক্সবাজারের মহেশখালী উপজেলার গুরুক ঘাটা এলাকার হরিপদ দাশের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত পলাশ মোটরসাইকেল যোগে চকরিয়া থেকে লোহাগাড়ায় ফিরছিল। পথে চুনতি ফোরসিজনের সমানে আসলে একটি লরি পিছন থেকে ধাক্কা দেয়।
তাৎক্ষিক স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লোহাগাড়া ওয়াল্টন সার্ভিস পয়েন্টের ইনচার্জ নবধয় তালুকদার জানান, নিহত পলাশ লোহাগাড়া ওয়াল্টন সার্ভিস পয়েন্টে ৫ বছর যাবৎ কর্মরত ছিল। আজ সকলে পলাশ অফিসের কাজে চকরিয়া গিয়েছিল। এদিকে খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশের এস আই জাহাঙ্গীর ঘটনাস্থল পরির্দশন করেছেন। তিনি জানান, দূর্ঘটনা কবলিত লরিটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।