নিজস্ব প্রতিবেদক:
দেশের ১০ শিক্ষাবোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। গতবারের চেয়ে বেড়েছে পাসের হার। গতবার পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ।
তবে এবার গতবারের চেয়ে কমেছে জিপিএ ফাইভ সংখ্যা । এবার মোট জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। গতবার পেয়েছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।
সোমবার সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। সেখানেই ফলাফল প্রকাশ করেন দীপু মনি।
প্রতি বছর ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দিতেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। কিন্তু এবার প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় তা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে তাঁর পক্ষে ফলাফলের অনুলিপি গ্রহণ করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী ফল প্রকাশের ঘোষণা দিলেও শিক্ষার্থীরা ফল পাবে বেলা ১২টা থেকে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও অনলাইন ও এসএমএসে ফল পাওয়া যাবে।