ভুমি সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপ-সহকারী কর্মকর্তা আব্দুল জব্বার
- প্রকাশের সয়ম :
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
-
৩৫৪
বার দেখা হয়েছে

জাফর আলম।। ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা আব্দুল জব্বার।শোনা যাচ্ছে টেকনাফ উপজেলার বাহারছড়া ভূমি উপ-সহকারী কর্মকর্তার অচিরেই অন্যত্র বদলি হচ্ছেন।বাহারছড়া উপ-সহকারী কর্মকর্তা বদলী হয়ে যাচ্ছে এমন প্রচারণায় হতাশ হতাশায় আছেন সাধারণ ভূমি সেবা গ্রহীতারা।
তারা বলছেন, আব্দুল জব্বার ছিলেন একজন সৎ, যোগ্য, দক্ষ ও সফল ভূমি উপ-সহকারী অফিসার।টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল জব্বার যোগদানের পর ভুমি অফিস থেকে অনিয়ম-দূর্নীতি প্রতিরোধ করে মডেল ভূমি অফিসে রুপান্তরিত করতে নিরলস ভাবে কাজ করেছেন তিনি।ইউনিয়ন ভুমি অফিসে উপ-সহকারী অফিসার আব্দুল জব্বারের যোগদানের পর ইউনিয়ন ভূমি অফিসের দৃশ্যপট পাল্টে গেছে গতিশীল হয়েছে কাজ, দূর হয়েছে ভূমির মালিকদের হয়রানি ও ভোগান্তি।তিনি এখানে যোগদানের পরে তার নিজেস্ব প্রচেষ্টায় ঢেলে সাজিয়েছেন বাহারছড়া ইউনিয়ন ভূমি অফিস ও ভূমি সেবা।শামলাপুরের মমতাজ আহমেদ,মোঃ আলী,জাহাজ পুরা এলাকার মোঃ হারুন বলেন,বাহারছড়া ইউনিয়নে তার দায়িত্ব পালনে সে সতেষ্ট এবং নিষ্টার সাথে অত্র এলাকা বাসীকে সেবা প্রদান করে আসছেন। তার আচরণে ভুমি সেবা গ্রহিতারা খুশি।বাহারছড়া ইউনিয়ন ভূমি অফিসটি, জাহাজ পুরা সমুদ্র তীরবর্তী মেরিন ড্রাইভ সংলগ্ন স্বদৃশ্য স্হানে অবস্হিত।ভূমি অফিসের চারপাশ্বে সুসজ্জিত ফলজঃ এবং বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন।
ভুমি অফিসার আব্দুল জব্বারের নিজ উদ্যোগে মসজিদ সংস্কার করে এবং অযুখানা সহ বিভিন্নাংশে সৌন্দর্য বজায় রাখতে সে এলাকার নামাজী দের সাথে প্রায় আলোচনা করতে দেখা যাই।সর্বপূরী অফিসের ভারসাম্য অত্যন্ত সুন্দর।বাহারছড়া ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল জব্বার জানান,আমি ভূমি ব্যবস্থাপনাকে এমনভাবে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করেছি যাতে করে সেবা গ্রহিতারা কোন ধরণের প্রতারণা ও হয়রানির শিকার না হন।
Please Share This Post in Your Social Media