পটুয়াখালীতে বাস মালিক পক্ষের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কুয়াকাটা-পটুয়াখালী-বরিশালসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

গত সোমবার পটুয়াখালী প্রেসক্লাবে বর্তমান কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে দূর্নীতিগ্রস্থ উল্লেখ করে, স্থানীয় এমপির পুত্রবধূর নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে একাংশ। অন্যদিকে, কমিটিকে বৈধ দাবি করে মালিক শ্রমিকদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন বাস মালিক সমিতির সভাপতি। এরই জের ধরে বাস মালিক সমিতির দুই পক্ষের এই সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছে। পরে গতকাল বিকেলে বাস চলাচল বন্ধের ঘোষনা দেয় পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি।